১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ ৪ জন নিহত

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ ৪ জন নিহত - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের সংঘর্ষে দাদা-নাতিসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদু মাস্টার বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের হাজীপুর গ্রামের স্থানীয় ছাত্রদল নেতা মো: মিজানুর রহমান মিজান (২৬) ও পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বয়োবৃদ্ধ মো: মোতালেব মিয়া (৭০)। নিহত মোতালেব ও তানিম সম্পর্কে দাদা-নাতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনপুর বাজার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কিশোরগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দিলে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় অটোরিকশাচালক কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ার চর গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে মো: আলম মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যায়। পথচারীরা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে পাশের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের স্থানীয় মাদরাসাছাত্র মো: তানিম মিয়া (১২) মারা যায়।
বাকি দু’জনকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সুজন কুমার সরকার ও অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউএনও অনিন্দ্য মন্ডল নিহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান টিটু জানান, ঘটনার পর পরই পুলিশ জনতার সহায়তায় ঘাতকট্রাকের চালকসহ দু’জনকে আটক করেছে। বর্তমানে দুর্ঘটনায় পতিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।


আরো সংবাদ



premium cement
চৌগাছা সীমান্তে ৩৭ লাখ ৮০ হাজার টাকার ডলার উদ্ধার মামলায় অব্যাহতি ও জামিন চেয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ইসহাকের পরিবারের ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সকল