১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত - প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ভূঞাপুর লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল ধনবাড়ীর মরহুম আছিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) এবং চাঁদপুরের হাজিগঞ্জ থানার দড্ডা গ্রামের মাসুদুর রহমান মজুমদার (৫৪)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, পাবনা থেকে ঢাকাগামী হাসিব পরিবহনের একটি বাস ওই স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল-আরোহী ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতরা একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। বাসটি আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement