কালীগঞ্জে বিল থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
- গাজীপুর প্রতিনিধি
- ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮
গাজীপুরে কালীগঞ্জের এক বিল থেকে এক বৃদ্ধের অর্ধগলিত উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রাম-সংলগ্ন দতির বিল থেকে বিকৃত ওই লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান জানান, ‘কালীগঞ্জের ওই বিলে মাছ শিকার করতে গিয়ে কয়েক ব্যক্তি পানিতে অর্ধ গলিত এক ব্যক্তির উলঙ্গ লাশ ভাসতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কয়েকদিন আগে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধি নিখোঁজ হন। উদ্ধার করা লাশটি ওই ব্যক্তির কিনা তা সনাক্তের জন্য স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
গাজীপুর পিবিআইর পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন খান জানান, লাশটিতে পচন ধরেছে। তার আঙ্গুলের চামড়া না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।