১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে যুবক নিহত

- ছবি : ফাইল

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবুল হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দনী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাবুল চন্দনীর জোকাই গ্রামের কয়াত শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ৮টায় রাজবাড়ী থেকে পোড়াদহগামী শাটল ট্রেন রাজবাড়ীর চন্দনী জোকায় গ্রাম এলাকায় পৌঁছালে বাবুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রব জানান, শুনেছি ছেলের সংসারে অশান্তি ছিল। তবে কিভাবে বা কী কারণে ট্রেনে কাটা পড়েছে সেটি জানি না।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement