১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ - প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ফয়সাল খান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল খান পাশের চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেলে সদরপুরের জয়বাংলা বাজার থেকে দুধ কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই মোটরসাইকেলে থাকা সাব্বির নামের আট বছরের এক শিশু গুরুতর আহত হয়। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement