২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলে নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আহত এক যুবক চারদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম আতিকুর রহমান (৩২)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার ছোট দেওড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।

রাতে পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকস্থিত নেক্সট এক্সপার্ট জোন লিমিটেড নামের এক পোশাক কারখানার ঝুট ব্যবসার দখল নেয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। দু’পক্ষের লোকজনই অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। ১৬ জুন দুপুরে কারখানার মেইন গেইটের সামনে একটি পিকআপভ্যানে ঝুট মালামাল উঠানোর কাজ করছিলেন আতিকুর রহমান। এ সময় মাসুম মিয়া ও রায়হানসহ ১০-১২ জন যুবক পিকআপভ্যানে মালামাল উঠাতে বাধা দেয়। এতে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রতিপক্ষের লোকজন আতিকুর রহমানকে ধরে এলোপাতাড়ি মারধর করে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে কোমরে গুলিবিদ্ধ হন আতিকুর রহমান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার উত্তরা এলাকার শিনশিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আক্তার একটি মামলা করেন।

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক জানান, ওই দিনের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। এর আগে গুলিবিদ্ধ শাহাদাত হোসেনের মা করিমা বেগম অপর একটি মামলা করেন। ঘটনার পর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আটজন সহযোগীসহ দুধর্ষ সন্ত্রাসী শাহীনকে গ্রেফতার করে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি

সকল