১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলে নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আহত এক যুবক চারদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম আতিকুর রহমান (৩২)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার ছোট দেওড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।

রাতে পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকস্থিত নেক্সট এক্সপার্ট জোন লিমিটেড নামের এক পোশাক কারখানার ঝুট ব্যবসার দখল নেয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। দু’পক্ষের লোকজনই অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। ১৬ জুন দুপুরে কারখানার মেইন গেইটের সামনে একটি পিকআপভ্যানে ঝুট মালামাল উঠানোর কাজ করছিলেন আতিকুর রহমান। এ সময় মাসুম মিয়া ও রায়হানসহ ১০-১২ জন যুবক পিকআপভ্যানে মালামাল উঠাতে বাধা দেয়। এতে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রতিপক্ষের লোকজন আতিকুর রহমানকে ধরে এলোপাতাড়ি মারধর করে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে কোমরে গুলিবিদ্ধ হন আতিকুর রহমান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার উত্তরা এলাকার শিনশিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আক্তার একটি মামলা করেন।

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক জানান, ওই দিনের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। এর আগে গুলিবিদ্ধ শাহাদাত হোসেনের মা করিমা বেগম অপর একটি মামলা করেন। ঘটনার পর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আটজন সহযোগীসহ দুধর্ষ সন্ত্রাসী শাহীনকে গ্রেফতার করে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement
সিলেটে পৌনে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ নজরুল বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা গাজায় শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালাবে ইসরাইল? কাচের ফুলের ভাইরাল এই ছবিটি এআই নির্মিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের চৌগাছা সীমান্তে ৩৭ লাখ ৮০ হাজার টাকার ডলার উদ্ধার মামলায় অব্যাহতি চেয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ইসহাকের পরিবারের ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর

সকল