২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন, ২ ছেলে গ্রেফতার

গ্রেফতার হওয়া বাবু ও শরিফুল। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করেছে তারই দুই ছেলে। এ ঘটনায় নিহতের দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এর আগে মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মো: ওসমান গনি (৯০) গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ উত্তরপাড়ার হাবিব মার্কেট এলাকার বাসিন্দা।

আটকরা হলেন নিহতের দুই ছেলে মাহবুব আলম বাবু (৩৪) ও শরিফুল ইসলাম (৩০)। এদের মধ্যে বাবু নিহতের প্রথম সংসারের এবং শরিফুল দ্বিতীয় সংসারের সন্তান।

জিএমপির কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম ও স্থানীয়রা জানান, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার ওসমান গনি দু’টি বিয়ে করেন। পারিবারিক নানা বিষয়াদি নিয়ে ওই দুই সংসারের সন্তানদের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল। সম্প্রতি দ্বিতীয় সংসারের সন্তান শরিফুল বাবার কাছে কিছু টাকা দাবি করেন। টাকা না দেয়ায় ঘরের ফ্রিজ, আইপিএস ও টিভিসহ বিভিন্ন মালামাল পরিবারের সদস্যদের অজান্তে বিক্রি করে দেন শরিফুল।

১৭ জুন (বাবা দিবসের আগের দিন) রাতে শরিফুল ইসলাম বন্ধুদের সাথে বাড়ির পাশের সারদাগঞ্জের হাবিব মার্কেটের সামনে বসে সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ওসমান গনির দ্বিতীয় সংসারের অপর সন্তান সফিকুল ইসলাম (৪০) ওইসব মালামাল বিক্রির কারণ জানতে চাইলে ছোট ভাই শরিফুলের সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সফিকুলকে মারধর করতে থাকে ওসমান গনির প্রথম সংসারের সন্তান মাহবুব আলম বাবু ও দ্বিতীয় সংসারের শরিফুল। খবর পেয়ে ওসমান গনি ঘটনাস্থলে এসে তাদের থামাতে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর ও লাঠিপেটা করে দুই ছেলে বাবু ও শরিফুল। মারধরে বৃদ্ধ ওসমান গনির শরীরের বিভিন্নস্থানসহ বাম চোখে আঘাত পান এবং চোখের পাশের হাড় ভেঙে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ওসমান গণিকে উদ্ধার করে স্থানীয় তেঁতুইবাড়িস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে ভর্তি করেন। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় বাড়ি আসেন তিনি। মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান।

ওসি সৈয়দ রাফিউল করিম আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের নিহতের দ্বিতীয় সংসারের ছেলে সফিকুল ইসলাম ওই দুই ভাই বাবু ও শরিফুলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তাদের গ্রেফতার করেছে। বাবাকে মারধোরের পর ছেলেরা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছিল। যার কারণে আগের ঘটনায় মামলা হয়নি।

সফিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা জানান, ছোট ভাই শরিফুল বেকার। সম্প্রতি সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের জন্য টাকা না দেয়ায় কয়েকদিন আগে চুরি করে ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয় সে। এর প্রতিবাদ করতেই বড়ভাই সফিককে মারধর করে বাবু ও শরিফুল। তাদেরকে থামাতে এগিয়ে গেলে তারা বৃদ্ধ বাবাকেও এলোপাতাড়ি মারধর ও লাঠিপেটা করে। এতে তিনি আহত হন।


আরো সংবাদ



premium cement
নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার

সকল