প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির নেতা গ্রেফতার
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ১৭ জুন ২০২৩, ১৫:৪৪
বিএনপির প্রতিবাদ গণসমাবেশে স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) রাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস জানান, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে স্লোগান দেয়ার সময় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় শনিবার (১৭ জুন) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ। রঞ্জনকে বিকেলে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা