রাজধানীতে বৃষ্টির কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত, আরো বৃষ্টির পূর্বাভাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৩, ১৪:৫৩
রাজধানীতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল ৯টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া, সাথে বৃষ্টি। এতে নগরবাসীর মধ্যে স্বস্তির ভাব ফিরে আসে।
তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিক ও দিনমজুরেরা।
এছাড়াও যাতায়াত ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। সকাল ৯টার দিকে রাজধানীতে শুরু হওয়া বৃষ্টি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আবহাওয়া অফিস রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
এছাড়া মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিস তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।
শাহিনুল আরো বলেন, বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে বুধবার সকালে হঠাৎ বৃষ্টিতে দোকানের ছাউনির নিচে অপেক্ষা করতে দেখা গেছে অনেক লোকজনকে।
এছাড়া বৃষ্টির সময় যানবাহন কম থাকায় এবং ধীরগতির কারণে অনেক অফিসগামীদের গন্তব্যস্থলে যেতে দেরি হয়ে যায়।
আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের বিচ্ছিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, রাজশাহী, নোয়াগাঁও, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা হ্রাস পেতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সূত্র : ইউএনবি