২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বুড়িগঙ্গা থেকে কন্যাশিশুর লাশ উদ্ধার

- ছবি - নয়া দিগন্ত

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টায় পাগলা কোস্টগার্ড কার্যালয়ের কাছে নদীতে ভাসমান অবস্থা থেকে পাগলা নৌপুলিশ লাশটি উদ্ধার করে।

এরপর ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পাগলা নৌপুলিশের উপপরিদর্শক এসআই শাহজাহান জানান, কোস্টগার্ডের দেয়া সংবাদে অনুমান ১০ বছর বয়সী মেয়ে শিশুর লাশ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। লাশটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement