২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

গাজীপুরে ডুয়েট মেসের নারী বাবুর্চি খুন

গাজীপুরে ডুয়েট মেসের নারী বাবুর্চি খুন - নয়া দিগন্ত

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীদের মেসের নারী বাবুর্চিকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার তার লাশ মহানগরীর ভুরুলিয়া এলাকার তিতাস গ্যাস অফিসের পেছনে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়।

নিহতের নাম সীমা বেগম (২৭)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর হরিপুর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে এবং একই এলাকার মাঈদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন চাপুলিয়া এলাকার নন্দিতা সিনেমা হলের পেছনের খন্দকারগলিতে ভাড়া বাসায় থেকে স্থানীয় ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের মেসে রান্নার কাজ (বাবুর্চি) করতেন সীমা বেগম। বনিবনা না হওয়ায় তার স্বামী অন্যত্র থাকেন। রোববার দিবাগত রাত ৭টার দিকে সীমাকে তার স্বামী ভুরুলিয়া এলাকার তিতাস গ্যাস অফিসের পেছনে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর ডেকে আনেন। এরপর হতে তিনি নিখোঁজ থাকেন।

রেলওয়ে পুলিশের জয়দেবপুর জংশন স্টেশন ফাঁড়ির এসআই মোঃ শহীদুল্লাহ জানান, সোমবার সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মহানগরীর ভুরুলিয়া এলাকার তিতাস গ্যাস অফিসের পেছনে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর থেকে সীমা বেগমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ১৭/১৮টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, নিহতের স্বজনদের তথ্যে ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সীমাকে ওই স্থানে ডেকে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়েছে তার স্বামী মাঈদুল ইসলাম। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান

সকল