১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গাজীপুরে ডুয়েট মেসের নারী বাবুর্চি খুন

গাজীপুরে ডুয়েট মেসের নারী বাবুর্চি খুন - নয়া দিগন্ত

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীদের মেসের নারী বাবুর্চিকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার তার লাশ মহানগরীর ভুরুলিয়া এলাকার তিতাস গ্যাস অফিসের পেছনে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়।

নিহতের নাম সীমা বেগম (২৭)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর হরিপুর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে এবং একই এলাকার মাঈদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন চাপুলিয়া এলাকার নন্দিতা সিনেমা হলের পেছনের খন্দকারগলিতে ভাড়া বাসায় থেকে স্থানীয় ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের মেসে রান্নার কাজ (বাবুর্চি) করতেন সীমা বেগম। বনিবনা না হওয়ায় তার স্বামী অন্যত্র থাকেন। রোববার দিবাগত রাত ৭টার দিকে সীমাকে তার স্বামী ভুরুলিয়া এলাকার তিতাস গ্যাস অফিসের পেছনে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর ডেকে আনেন। এরপর হতে তিনি নিখোঁজ থাকেন।

রেলওয়ে পুলিশের জয়দেবপুর জংশন স্টেশন ফাঁড়ির এসআই মোঃ শহীদুল্লাহ জানান, সোমবার সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মহানগরীর ভুরুলিয়া এলাকার তিতাস গ্যাস অফিসের পেছনে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর থেকে সীমা বেগমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ১৭/১৮টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, নিহতের স্বজনদের তথ্যে ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সীমাকে ওই স্থানে ডেকে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়েছে তার স্বামী মাঈদুল ইসলাম। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল