গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী পোশাককর্মী নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৩
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাককর্মী এক নারী নিহত হয়েছেন। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মহানগরীর দক্ষিণ সালনা এলাকার বিআরটিসি বাস ডিপোর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহনাজ আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন সাকুয়াই এলাকার আব্দুল লতিফের মেয়ে এবং আজিজুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার বাসায় থেকে স্থানীয় এম জেড সোয়েটার কারখানায় কাজ করতেন শাহনাজ। বেলা ১১টার দিকে সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার বিআরটিসি বাস ডিপোর সামনের ইউটার্ন দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করে। তবে কারের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।