১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে যুবক নিহত

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে যুবক নিহত । - প্রতীকী ছবি

গাজীপুরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল আরোহী তাজুল ইসলাম (২৬) নামে এক যুবক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) মহানগরীর সদর থানাধীন ভীম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাজুল গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন দিগধা এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

জিএমপির সদর থানার এসআই সানির হাসান খান জানান, সকালে গাজীপুর জেলার সদর উপজেলার পিরুজালী এলাকার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি জয়দেবপুরে ফিরছিলেন তাজুল ইসলাম। পথে মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর সড়কের ভীমবাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement