২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মাছ শিকারে গিয়ে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মাছ শিকারে গিয়ে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু - প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কবির আকন্দ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও তাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে শিমুল আকন্দ আহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের টেকমেরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কবির আকন্দ দূর্গাপুর ইউনিয়নের রাউনাট পূর্বপাড়ার (ডুয়াইপাখরী) মৃত সিরাজ উদ্দিন আকন্দের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাতে বাড়ির পাশে বিলের জমিতে মাছ শিকার করতে যান কৃষক কবির আকন্দ। রাতে বাড়ি ফেরায় তার সন্ধানে রোববার ভোর হতে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে টেকমেরুন গ্রামের তমিজ উদ্দিনের ধান ক্ষেতের আইলে কবিরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ছেলে শিমুল আকন্দ। এ সময় বাবাকে উদ্ধার করতে গিয়ে শিমুলও বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে কবির আকন্দের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মাছ ধরার কোচ, টর্চলাইট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর রাতে একই উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক প্রবাসী নিহত ও অন্য দু’জন আহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো উৎপাদন শুরু পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাককারখানার আগুন নিয়ন্ত্রণে ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু

সকল