১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ঘূর্ণিঝড় : মুন্সীগঞ্জে গাছচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-ছেলে

ঘূর্ণিঝড় : মুন্সীগঞ্জে গাছচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-ছেলে - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের বাবা ও ছেলে। ঝড়ের সময় পরিবারটির বসতঘরে গাছ ভেঙে পড়লে তারা এই হতাহতের শিকার হন।

সোমবার রাতে উপজেলার কনকসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে টের পেয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা। পরে আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত মা ও মেয়ে হলেন- আব্দুর রাজ্জাকের (৩৫) স্ত্রী আসমা বেগম আশু (২৮) ও তার মেয়ে সুরাইয়া (৩)। আর আহত হয়েছেন, আব্দুর রাজ্জাক ও তার ছেলে আরাফাত (১০)।

স্থানীয়রা জানায়, সিত্রাংয়ের প্রভাবে লৌহজংয়ে সোমবার দিনভর বৃষ্টি ও প্রবল বেগে ঝড় হয়। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাতে উপজেলার কনকসার গ্রামে ঝড়ে টিনের তৈরি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নিচে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী-সন্তানরা চাপা পড়েন। মঙ্গলবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে চাপা পড়া অবস্থায় তাদের দেখতে পান। পরে সেখান থেকে রাজ্জাকের স্ত্রী আসমা ও মেয়ে সুরাইয়ার লাশ উদ্ধার করা হয়। এ সময় জীবিত অবস্থায় আব্দুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করে স্থানীয়রা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবী দৈনিক নয়া দিগন্তকে জানান, সিত্রাং ঝড়ে গাছ পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে এবং গাছের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement