১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গাজীপুরে ২ কিশোরীর লাশ উদ্ধার, নেপথ্যে যে কারণ?

গাজীপুরে ২ কিশোরীর লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে পৃথক ঘটনায় ফারজানা আক্তার (১৪) এবং ইয়াসমিন আক্তার নুপুর (১৫) নামে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জিএমপির গাছা থানার কুনিয়া মধ্যপাড়া ও পুবাইল থানাধীন পুবাইল রেলস্টেশন কলোনী থেকে ওই দুটি লাশ উদ্ধার করা হয়।

নিহতরা ফারজানা কুড়িগ্রামের রাজারহাট থানার পূর্ব বালাকান্দি সবুজপাড়া এলাকার ওমর ফারুকের মেয়ে এবং নুপুর হবিগঞ্জ জেলা সদর থানার সোনারো গ্রামের জাকির হোসেনের মেয়ে।

জিএমপির গাছা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া মধ্যপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করত স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ফারজানা আক্তার। ঠিকমতো লেখাপড়া না করায় সকালে ফারজানাকে বকাঝকা করেন তার বাবা-মা। এতে বাবা-মার সাথে অভিমান করে নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজার সিটকিনি আটকিয়ে দেয়। দীর্ঘ সময়েও সাড়াশব্দ না পেয়ে দুপুরে তার বাবা সিলিংয়ের ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ট্রিপল নাইনে (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

অন্য দিকে জিএমপির পুবাইল থানার এসআই আব্দুস সালাম বলেন, মহানগরীর পুবাইল রেলস্টেশন কলোনীতে বসবাস করে ইয়াসমিন আক্তার নুপুরের পরিবার। মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল নুপুর। বিকেলে সে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়ার পথে ৩টার দিকে মারা যায় নুপুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুপুরের লাশ তাদের বাসা থেকে উদ্ধার করে।

উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার বাংলার জমিনে ইনসাফ কায়েমের লড়াই চলবেই : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ অস্ত্র মামলায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর কারাগারে ‘সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের’ সাথে মির্জা ফখরুলের মতবিনিময়

সকল