চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
- গাজীপুর প্রতিনিধি
- ০৮ অক্টোবর ২০২২, ২২:১৫
গাজীপুরে একটি বাড়ির তিন তলায় চুরি করতে গিয়ে নিচে সীমানা প্রাচীরের লোহার গ্রিলে পড়ে বাবুল ইসলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
শনিবার (৮ অক্টোবর) মহানগরীর ক্যান্টনম্যান্ট বোর্ড-সংলগ্ন শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
বাবুল পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মির্জাগঞ্জের নুরুল ইসলামের ছেলে। গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় তিনি থাকতেন।
গাজীপুর মেট্রপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই শিবলু মিয়া জানান, গাজীপুর ক্যান্টনম্যান্ট বোর্ড-সংলগ্ন এলাকার শান্তিবাগের আমিনুল ইসলামের বাড়ির (সিরাজ গার্ডেন) সীমানা প্রাচীরের লোহার গ্রিলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। গ্রিলের ওপর তিনি কিভাবে পড়েছিল, তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাড়ির মালিক ও স্থানীয়রা ধারণা করছেন, শুক্রবার রাতের যেকোনো সময় চুরি করতে গিয়ে ওই বাড়ির তৃতীয় তলা থেকে পাশের ভবনে যাওয়ার সময় নিচে সীমানা প্রাচীরের গ্রিলের ওপর পড়ে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মাদ মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে গাজীপুরের পিবিআই-এর একটি ফোর্স ঘটনাস্থলে যায়। তারা মৃতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করে।