১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

সালথায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা

সালথায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় জেবা আক্তার (২১) নামে এক প্রাবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে স্বামীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী।

নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি, তাঁকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, দু’বছর আগে কাঠালবাড়িয়া গ্রামের সোবহান মণ্ডলের ছেলে কামরুলের সাথে পারিবারিকভাবে জেবা আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তার স্বামী দুবাই চলে যান। এখনো তিনি দুবাইয়ে রয়েছেন। জেবা-কামরুল দম্পতির কারিমা নামে ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত জেবার চাচা তানভীর মোল্যা বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি ঘরের আড়ার সাথে জেবার লাশ ঝুঁলে রয়েছে। লাশের আলামত দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন ঝুলিয়ে রেখেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা কোর কথাও জানান তিনি।

জেবার ভাসুর শাহ আলম মণ্ডল বলেন, জেবা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কি কারণে আত্মহত্যা করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি না। তার সাথে কারো ঝগড়া-বিবাদ হয়নি।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement