২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাস্তা কিনতে গিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল যুবকের

নাস্তা কিনতে গিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল যুবকের - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইদবারদি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। নিহত যুবক স্যানেটারি ব্যবসায়ী ছিলেন।

এই ঘটনায় পুলিশ হিমেল (২৫) নামের এক যুবককে আটক করেছে। হিমেল পাশের বালিয়াপাড়া গ্রামের বাশারের ছেলে।

স্বজনরা জানান, সকাল পৌনে ৭টার দিকে পরাটা কিনতে বাসা থেকে হোটেলের উদ্দেশে বের হন কাইয়ুম। পরে সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কাইয়ুমের সাথে কারো বিরোধ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। তাকে বুকে ও হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ একটু পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, নিহতের হাতে একটি দামী মোবাইল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইলটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করতে পারে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement