১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গাজীপুরে সাবেক স্ত্রীর ওড়নায় যুবকের ঝুলন্ত লাশ

গাজীপুরে সাবেক স্ত্রীর ওড়নায় যুবকের ঝুলন্ত লাশ - প্রতীকী ছবি

গাজীপুরে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভালোবেসে বিয়ে করা স্ত্রী কিছুদিন আগে যুবককে ডিভোর্স দেন এবং ওই স্ত্রীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পরই এ ঘটনা ঘটল বলে জানা গেছে।

রোববার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রাম থেকে নাদিম মোড়ল (২২) নামের ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নাদিম মোড়ল চুপাইর গ্রামের খোরশেদ আলম মোড়লের ছেলে। নাদিম ঢাকার উত্তরা এলাকায় ট্রাকে হেলপারের কাজ করতেন।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, এক বছর আগে প্রতিবেশী চাচাতো বোনকে ভালবেসে বিয়ে করেন সিএনজিচালক নাদিম। বনিবনা না হওয়ায় সম্প্রতি তাকে ডিভোর্স দেন তার স্ত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নাদিম।

এদিকে তার সাবেক স্ত্রীর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। বিয়ের দিন-তারিখও নির্ধারণ করা হয়। স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর নাদিম ঢাকার উত্তরায় ট্রাকে হেলাপারের কাজ করতেন। ডিভোর্স হলেও মোবাইল ফোনে স্ত্রীর সাথে তার নিয়মিত যোগাযোগ হতো।

শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি আসেন নাদিম। শনিবার রাতে বাড়ির লোকজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শনিবার বাড়ির পাশে মালেয়েশিয়া প্রবাসী শারফুদ্দিন মোড়লের পরিত্যক্ত বাড়িতে সাবেক স্ত্রীর ওড়না দিয়ে গলায় পেঁচানো নাদিমের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।

কালীগঞ্জ থানার এসআই শামীম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

সকল