নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
- বেলাবো (নরসিংদী) সংবাদদাতা
- ২৫ জুন ২০২২, ২২:৫০
নরসিংদীর বেলাবোতে নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর আশিক মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার উপজেলার আমলাবো ব্রিজের কাছে আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজ হয় ওই যুবক।
তিনি উপজেলার চর উজিলাবো ইউনিয়নের চর উজিলাবো গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে তিন বন্ধুকে সাথে নিয়ে আশিক আরিয়ালখা নদীর ওপর নির্মিত আমলাব-চর আমলাবো ব্রিজের পাশে গোসল করতে যান। ব্রিজ থেকে নদীতে লাফানোর সময় তলিয়ে গিয়ে ঝাটির সাথে আটকে যান আশিক। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাকে পানির ওপর ভাসতে না দেখে বন্ধুরা আশপাশের লোকজনকে ডেকে জড়ো করে। পরে তার বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দলের ২ ঘণ্টা চেষ্টার পর ঝাটির সাথে আটকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত আসিকের বাবা বাচ্চু মিয়া জানান, তার ছেলে গাজীপুরে কাভার্ডভ্যানের শ্রমিক ছিলেন। তাকে বিদেশ পাঠানোর জন্য টাকা জমা দেয়া হয়েছিল। ২০ দিন ধরে তিনি বাড়িতে। ঘটনার দিন সকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যান। তারপরই তিনি নিখোঁজ হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা