২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিংগাইরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

রনির স্বজনদের আহাজারি, (ইনসেটে) রনি। - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে সৌরভ ওরফে রনি (২৩) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রনির বাবা নবাব আলী বুধবার (৪ মে) মামলাটি করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামের চানু মিয়ার ছেলে আলিফ (১৮) ও জামির্তা ইউনিয়নের চন্দন নগর গ্রামের জান্নানের ছেলে ইয়ামিন (২০)।

প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে রনিকে হত্যা করা হয় বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঈদের দিন (৩ মে) উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের নবাব আলীর ছেলে সৌরভ ওরফে রনি মোটরসাইকেলে করে তার দুই বান্ধবী নূপুর ও নদীকে সাথে নিয়ে ঘুরতে বের হন। এ সময় উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ববান্দাইল গ্রামের রফিক দেওয়ানের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সাহরাইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে শান্ত তার সহযোগীদের নিয়ে রনিকে ব্যারিকেড দেয়। রনি প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী নজর আলীর বাড়িতে আশ্রয় নেন। সেখানে ঘাতকরা প্রকাশ্যে উপর্যুপুরি কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে সাভার মডেল থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চান্দহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খালেদ রেজা বলেন, ‘ঘটনার দিন বিকেলে দুটি মোটরসাইকেলযোগে ছয়জনকে দেশীয় অস্ত্র চাপাতি ও রামদা নিয়ে দ্রুতগতিতে যেতে দেখেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে শান্তিপুর পুলিশ ফাঁড়ি ও শায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিমকে অবগত করি। পরে জানতে পারি খুনের ঘটনা ঘটেছে।’

চান্দহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শওকত হোসেন বাদল বলেন, ‘শায়েস্তা ইউনিয়নের কিছু উচ্ছৃঙ্খল যুবক ইতিপূর্বেও অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। তারা নাকি নিশানা করেছে এ এলাকার তিন ছেলেকে মেরে ফেলবে।’

শায়েস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ‘খবর পাওয়া মাত্র আমি আজিজুল মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তার আগেই ঘটনা ঘটে গেছে।’

এ সময় উচ্ছৃঙ্খল কিশোর গ্যাংয়ের শাস্তিও দাবি করেন তিনি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসপি ও ডিআইজি স্যার নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে। সেই হিসেবে অভিযান অব্যাহত আছে।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল