২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গাজীপুরে গজারীর বন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে হাত-পা বেঁধে ও গলায় কাপড় পেঁচিয়ে গজারী বনের গাছে ঝুলিয়ে আরিফ (৩১) নামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেলে পাঞ্জাবি-টুপি পরিহিত ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সিআইডি টিম ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের নাম পরিচয় সনাক্ত করেছেন।

নিহত আরিফ ঢাকার বনানী থানার করাইল বউবাজার এলাকার আসলাম সরদারের ছেলে।

জিএমপি’র উপ পুলিশ কমিশনার জাকির হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরীর উত্তর সালনা এলাকার গাজী বাড়ির পার্শ্ববর্তী বনবিভাগের গজারী বনের গাছে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। সুতলী দিয়ে তার দু’হাত পিঠমোড়া করে ও দু’পা বাঁধা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময়ে হাত-পা বেঁধে এবং গলায় কাপড় পেঁচিয়ে গজারী বনের গাছের সাথে ঝুলিয়ে শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতের পরনে পাঞ্জাবি, টুপি, নীল রংয়ের গেঞ্জি ও কফি রংয়ের লুঙ্গি রয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’ খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা : চিফ প্রসিকিউটর রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত বেশ ক’জন ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প চুরির কার্ড দিয়ে লটারি জিতে বিপাকে চোর গাংনীতে ভ্যানচালকের লাশ উদ্ধার দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ

সকল