০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে আগুনে পুড়ে ছাই ২১ দোকান

প্রতীকী ছবি - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে এক অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। রোববার রাত ১১টার দিকে বাজারের পেঁয়াজপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিক বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টির একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা বাকি দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরমধ্যেই্ পুড়ে যায় ২১টি দোকান।

দোকান মালিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে পড়েছেন তারা।

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ উদ্দিন কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।


আরো সংবাদ



premium cement
দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর

সকল