২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসুন, নির্বাচন শান্তিপূর্ণ হবে : ডিসি নারায়ণগঞ্জ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ। - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, নির্বাচন সুষ্ঠু কর‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর পাঁচ হাজার সদস‌্য মোতা‌য়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শা‌ন্তিপূর্ণ হ‌বে। ‌তি‌নি নি‌র্বিঘ্নে ভোটার‌দের ভোটকে‌ন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৈমূর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক বলেন, ‘আমরা আমাদের স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে লিখিত, ফোনে বা অন্য কোনো মাধ্যমে কোনো অভিযোগ পাইনি। আমরা আমাদের ইলেকশনের রুটিনওয়ার্ক করছি। দাগি আসামিদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হয়েছে।’

ডিসি বলেন, ‘আমরা ভোটের সব সরঞ্জাম পৌঁছে দিয়েছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। আমাদের আরো ৩০ জন ম্যাজিস্ট্রেট কাজ করবে। আমাদের পুলিশের ৭৫টি টিম ও র‍্যাবের ৬৫টি টিম মাঠে থাকবে। বিজিবিও আমাদের সাথে কাজ করবে। কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি কাজ করছে। আমাদের পুলিশ সুপার ও র‍্যাব কর্মকর্তারা আছেন। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। নির্বাচনের জন্য যারা থ্রেট হতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি, সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবে।’

সিসি ক্যামেরা খুলে ফেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সকল কেন্দ্রে সিটি ক্যামেরা নেই। কিছু কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। সেগুলো খুলে ফেলার মতো কোনো নির্দেশনা দেয়া হয়নি। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ইলেকশন শান্তিপূর্ণভাবে হবে।’

বহিরাগতদের প্রসঙ্গে ডিসি বলেন, ‘নারায়ণগঞ্জ ক্লাবের কথা জানি না, সেটা সরকারি প্রতিষ্ঠান নয়। এছাড়া কোনো সরকারি বাসস্থানে প্রশাসনের লোক ছাড়া কাউকে স্থান দেয়া হয়নি। আমরা সকল সেন্টারকে গুরুত্ব সহকারে দেখছি। সকলে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের করোনা প্রটোকল মেনে ভোট দিতে হবে। সেন্টারে সুরক্ষাসামগ্রী থাকবে। আমরা সে ব্যাপারে সচেতন আছি আমরা প্রার্থীদের প্রতি আহ্বান জানাব, সকলকে সচেতন করবেন।’


আরো সংবাদ



premium cement
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন ‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান’ বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮

সকল