৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জেতার মতো প্রার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী : তৈমূর

গণসংযোগে তৈমূর আলম খন্দকার - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী তাকে জেতার মতো প্রার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

বৃহস্পতিবার নাসিক নির্বাচনে গণসংযোগে নেমে এই কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলের বড় বড় নেতারা এমপিরা আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন। তারা ঢাকা থেকে এসে এসব কথা বলছেন। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ আমাকে চেনে। আওয়ামী লীগের যিনি প্রধান তিনিই বলেছেন, তৈমূর আলম উইনেবল ক্যান্ডিডেট (জেতার মতো প্রার্থী)। তিনি তিনবার বলেছেন, তৈমূর জেতার মত লোক। মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানুষ বিশ্বাস করবে নাকি সরকারি দলের এমপি মন্ত্রীদের কাহিনী বিশ্বাস করবে।’

স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানো বিএনপির এই নেতা বলেন, ‘নারায়ণগঞ্জবাসী একজন প্রার্থী দীর্ঘদিন যাবৎ খুঁজছিলেন। আমি কয়েকবার দাঁড়াইনি আর একবার আমার দল নিজেই বসে গেছে। তখন আমার কিছু করার ছিলো না যেহেতু আমি দলের প্রতি অনুগত্য প্রকাশ করেছি। আমি জনগনের ফুলের মালা পাচ্ছি এখন। জনগন চারিদিক থেকে এসে ফুলের মালা দিচ্ছে, ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আমাকে চেনে। গাছতলা থেকে বাইশতলা পর্যন্ত মানুষ আমাকে চেনে। নারায়ণগঞ্জের মানুষের মন থেকে আমাকে সরাতে পারবে না। আমি মানুষের প্রয়োজনে দলের বাইরে এসে এখানে নির্বাচন করছি। দলের লোকজনও আমার সাথে আছে কারণ তারা জানে আমার শরীরে সরকারি দলের গুলি আছে। আমি জানি আমার শরীরের অবস্থা কেমন যায়। আমাকে বার বার পুলিশ পিটিয়েছে তারা জানে। তাই আমার নেতাকর্মীরা আমাকে ছেড়ে যায়নি। নেতাকর্মীরা জানে কতবার আমি কারাগারে গিয়েছি কিন্তু আপোস করিনি। ভয়ে মরে কাপুরুষ লড়ে যায় বীর নীতিতে আজ পর্যন্ত অবিচল আছি।’


আরো সংবাদ



premium cement
কেউ আইনের ঊর্ধ্বে নয়, ‘আমি অপরাধ করলে আমারও বিচার হবে’ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নাম প্রকাশ করে দিন : ডা. শফিকুর রহমান আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু নিউ নেশনের ইউনিট চিফ নোমান, ডেপুটি শিমুল নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা

সকল