২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার ওসি নিহত

দুর্ঘটনায় নিহত তুরাগ থানার ওসি (তদন্ত) মো: শফিউল্লাহ ওরফে শফি - ছবি : সংগৃহীত

রাজধানীর তুরাগ থানার ওসি (তদন্ত) মো: শফিউল্লাহ ওরফে শফি পেশাগত দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান মঙ্গলবার বাসস’কে জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো: শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।

এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। এ সময় আহত হন তার গাড়িচালক মো: সাগর। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

মেহেদী হাসান জানান, মো: শফিউল্লাহ ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

শফিউল্লাহর আত্মীয় মো: নাসিম জানান, তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। আর সাড়ে তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement