১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

তাড়াশে যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর

- প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলে যাওয়া আসার পথে যৌন হয়রানির শিকার হয়ে এর প্রতিবাদ করায় অটোভ্যান থেকে নামিয়ে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মারধর করা হয়।

এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা ও অটোভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী অটোভ্যানযোগে স্কুলের আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০) মিলে ওই স্কুলছাত্রীকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করেন। পরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসে ওই স্কুলছাত্রী ঘটনার প্রতিবাদ করে। তখন বখাটেরা ভ্যানের গতিরোধ করে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি দিতে থাকে।

এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায়।

স্কুলছাত্রী (১৭) জানায়, প্রায়ই স্কুল আসা-যাওয়ার পথে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্যক্ত করে। আজ প্রতিবাদ করায় জুতা দিয়ে ও কিলঘুষি মেরে আমাকে আহত করেছে। এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যঅন্ড কলেজের সুপারেন্টেন্ড (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক জানান, স্কুলছাত্রীর অভিভাবক ও শিক্ষকরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement