০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

পদ্মায় ধরা ২১ কেজির বাঘাইড়, ১৪ কেজির কাতল

- ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি বাঘাইড় ও ১৪ কেজি ওজনের একটি কাতল মাছ। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে সাইমুম হালদারের জালে মাছটি দু’টি ধরা পড়েছে।

জানা গেছে, জেলে সাইমুম হালদার মাছ দু’টি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছ দু’টি কিনে নেন।

সম্রাট শাহজাহান জানান, প্রতি কেজি এক হাজার ১৫০ টাকা দরে মোট ২৪ হাজার ১৫০ টাকায় বাঘাইড় ও এক হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় কাতল মাছটি কিনেন তিনি।

পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকায় কেজি প্রতি ১২ শ’ টাকা দরে ২৫ হাজার ২০০ টাকায় বাঘাইড় ও ১৪ শ’ টাকা দরে ১৯ হাজার ৬০০ টাকায় কাতল মাছটি বিক্রি করে দেন তিনি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছ।


আরো সংবাদ



premium cement