২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জোবায়ের (৩৫) নামে এক দিনমজুরের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামের শেখ নরুল আমিনের রিকশার গ্যারেজের পাটাতনের আড়ার সাথে গলা ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত জোবায়ের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গৌরি শংকরপুর গ্রামের টানু মিয়ার ছেলে। তিনি কাজের জন্য একদিন আগে সিরাজদিখান এসেছিলেন।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, দিনমজুর জোবায়ের গতকাল শনিবার সিরাজদিখানে কাজের সন্ধানে আসেন। রিকশা দেয়ার আগে তাকে পর্যবেক্ষণ করার সময় নেয় গ্যারেজে কর্তৃপক্ষ। রোববার সকালের দিকে গ্যারেজে পাশে বসে ছিল এবং সকাল ৯টার দিকে তার পরিবারের সাথে কথাও বলেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে হয়তো আত্মহত্যা করেছেন। ধারনা করা হচ্ছে, পারিবারিক হতাশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এর আগেও তিনি এ রকম আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আমরা তার এক আত্মীয়র থেকে এই বিষয়ে শুনেছি। আমরা লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।


আরো সংবাদ



premium cement