আশুলিয়ায় ডোবায় মিলল নবজাতকের লাশ
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪, আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫
ঢাকার আশুলিয়ায় পরিত্যক্ত ডোবা থেকে এক নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার খোকনের মালিকানাধীন পরিত্যক্ত ডোবা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে ভাসমান অবস্থায় ডোবা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নবজাতকটি ১ দিন বয়সের বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলা গেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই নবজাতকের
লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা