২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পদ্মার পানি বিপৎসীমার ৭৪ সে মি ওপরে, অবনতি বন্যা পরিস্থিতির

পদ্মার পানি বিপৎসীমার ৭৪ সে মি ওপরে, অবনতি বন্যা পরিস্থিতির -


রাজবাড়ীতে বেড়েই চলেছে পদ্মার পানি। ফলে নিম্নাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার বসতবাড়িতে পানি প্রবেশ করেছে এবং তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ফসলি জমি। ফলে দুর্ভোগ বেড়েছে এসব এলাকায়।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ৫ সেন্টিমিটার বেড়ে যা শনিবার বিকেল পর্যন্ত ৭৯ পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার বেড়ে ৬৫ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়লেন্দের পদ্মা নদী তীরবর্তী ১৩টি ইউনিয়নের ৬৭ গ্রামের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ৮ হাজার পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘ দিন পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানিসহ গো-খাদ্যের সঙ্কট। এছাড়া চলাচলে রয়েছে ভোগান্তি। রোববার সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ লিডার সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, নিম্নাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় কয়েক শ’ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে এবং ভাঙন আতঙ্ক বাড়ছে পদ্মা পাড়ের বাসিন্দাদের মধ্যে।

অপরদিকে জেলা প্রশাসনের তথ্যানুযায়ী জেলায় সাড়ে ৭ হাজার ৫১৫ পরিবার পানিবন্দী হয়েছে। তালিকা অনুযায়ীদের তাদের চাল, ডাল, তেল, লবণ, স্যালাইন, মুড়ি, মোমবাতি দেয়া হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, দুর্গত এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। উপজেলা পর্যায় থেকে প্রাপ্ত তথ্যা অনুযায়ী জেলার ১৩টি ইউনিয়নের ৬৭টি গ্রামের ৭ হাজার ৫১৫টি পানিবন্দী পরিবারের তালিকা পেয়েছেন এবং নতুন করে পানিবন্দীদের তালিকা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

সকল