গোয়ালন্দে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
- গোয়ালন্দ ও বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ০১ জুলাই ২০২১, ১৯:২৮, আপডেট: ০১ জুলাই ২০২১, ১৯:৩২
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার সাপের ছোবলে জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
তিনি গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়া মহল্লার আব্দুর রশিদের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এ সময় জোসনা বেগমের বাড়ি থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের পাইপের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধ হয়ে পরে। জোসনা বেগম ওই পাইপের মুখ থদেকে ময়লা পা দিয়ে পরিষ্কার করতে গেলে তার পায়ে বিষধর সাপ ছোবল দেয়। তাকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিতাই কুমার জানান, সাপে ছোবল দেয়ার পর ওই রোগীর স্বজনরা তাকে গোয়ালন্দ হাসপাতালে আনেননি। তারা সরাসরি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল।