২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

নিহত দুব্যক্তি - ছবি : নয়া দিগন্ত

বেলাবতে ডাকাত সন্দেহ করে এলাবাসী গণপিটুনি দিয়ে দুজনকে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন রায়পুরা উপজেলার লোচনপুরা গ্রামের আতর আলীর ছেলে জুয়েল (৩৫) , অন্যজন একই গ্রামের শহীদুল্লাহর ছেলে নাদিম (২৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌনে ৯ টায় বেলাব উপজেলার দড়িকান্দি বড়চর সড়কের মধ্যবর্তী স্থানে।

এলাকাবাসী জানায়, ঘটনার সময় বিভারটেক অটো গাড়িযোগে দড়িকান্দি থেকে কয়েকজন লোক বাড়িতে যাওয়ার জন্য উল্লেখিত স্থানে পৌঁছান। ওই সময় আগে থেকে ওঁত পেতে থাকা ওই দুই যুবকসহ চারজন তাদের গতিরোধ করে। কিন্তু তাদের ডাকচিৎকারে আশপাশের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই জুয়েল ও নাদিম নামে নিহত হয়।

এ ব্যাপারে এডিশনাল এসপি (অপরাধ) মোঃ শাহেব আলী পাঠান বলেন, দড়িকান্দি এলাকার খাইলাবন্দ নামক স্থানে গণপিটুনিতে দুজন লোক নিহত হয়েছে এমন খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং সঠিক কারণ অনুসন্ধান করার চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement