২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

রাস্তা আছে ব্রিজ নেই, জনদুর্ভোগের শেষ নেই

রাস্তা আছে ব্রিজ নেই, জনদুর্ভোগের শেষ নেই - ছবি- সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার বোলাকি পাড়া-গোয়ালেরচর ইউনিয়ন পর্যন্ত দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কটির মাঝে তিনটি খালের ওপর ব্রিজ নির্মাণ না করায় মানুষ ও যান চলাচল করতে পারছে না। এতে জনদুর্ভোগ কমছে না। সড়ক হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।

জানা গেছে, দুর্গা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি নির্মাণ করে। ২০১৯-২০ অর্থবছরে রাস্তাটি নির্মাণকাজ শেষ হয়। কিন্তু তিনটি ব্রিজ না হওয়ায় সড়কটি কাজে আসছে না।

বোলাকিপাড়া গ্রামের আবুল কাশেম জানান, রাস্তা হয়েছে, ব্রিজ হয়নি। জনদুর্ভোগের আর শেষ নেই।

ইজিবাইকচালক কাহালু জানান, রাস্তা পাকা হলেও ব্রিজ না থাকায় সড়কে মানুষের যাতায়াত বা যানবাহন চলাচল করতে পারছে না।

উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো: ইউসুফ জানান, ব্রিজ তিনটি বন্যা পূর্ণবাসন প্রকল্পে প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রকৌশলী আমিনুল হক জানান, ব্রিজ তিনটি জন্য আগামী অর্থবছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।


আরো সংবাদ



premium cement