রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা
- ২২ মে ২০২১, ১৮:২২
রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা আব্দুল আজিজ শেখ (৫২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো: লিয়াকত জানান, সকাল আটটার দিকে আজিজ মোটরসাইকেলে পাংশার দিকে যাচ্ছিলো। সদর উপজেলার বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী গামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এদিকে শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার খানখানাপুরে গাড়িচাপায় বাইসাইকেল আরোহী মো: আমজাদ গায়ান (৫৫) নিহত হয়েছেন। তিন ওই এলাকার ইজারাপাড়া গ্রামের মৃত ইয়াছিন গায়ানের ছেলে।
আলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আলাউদ্দিন জানান, শুক্রবার দিনগত রাত এগারোটার দিকে খানখানাপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলো। ঢাকা-খুলনা মহাসড়কের দরনারায়নপুর ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মো: আমজাদ গায়ানকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় গাড়িটি আটকের চেষ্টা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা