‘সংবাদিকরা জাতির আয়না’
- কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৬ মার্চ ২০২১, ১৭:০৮
‘সাংবাদিকরা জাতির আয়না। তারা সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি, নির্যাতিত, অসহায় মানুষের কথা ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।’ সাবেক পুলিশ প্রধান (আইজিপি) নূর মোহাম্মদ এমপি এ কথা বলেছেন।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।
উদ্বোধন শেষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু ও উপজেলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস প্রমুখ।