২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হোসেনপুরে বিএনপি নেতাকে অস্ত্রের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর

হোসেনপুরে বিএনপি নেতাকে অস্ত্রের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতিকে মুখোশধারী দুর্বৃত্তরা রাস্তায় আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার আশুতিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বিএনপি নেতা মো: কামরুল হাসান বাদল লিখিত বক্তব্যে জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়ি উপজেলার গলাচিপা থেকে কিশোরগঞ্জের বাসায় যাওয়া পথে হোসেনপুর-কিশোরগঞ্জ ফিডার রোডের রামপুর বাজার থেকে চরপুমদী বাজারের মাঝামাঝি স্থানে ৬-৭ জন দুর্বৃত্ত রাস্তায় দড়ি দিয়ে তার মোটরসাইকেল আটকিয়ে চোখ-মুখ বেঁধে পাশের নরসুন্দা নদের তীরে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

পাশাপাশি আসন্ন শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতেও নিষেধ করেন। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হয়ে হোসেপুর থানায় লিখিত আভিযোগ দায়ের করেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুল হাসান বাদল আরো জানান, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়েও তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই প্রতিপক্ষের লোকজন এমন চক্রান্তে মেতে উঠেছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্তপূর্বক কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।


আরো সংবাদ



premium cement
‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’ আমতলীতে কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব আরো ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : সেলিম উদ্দিন কেউ বলতে পারবে না ১০ টাকার দুর্নীতি করেছি : মাসুদ সাঈদী

সকল