২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হোসেনপুরে বিএনপি নেতাকে অস্ত্রের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর

হোসেনপুরে বিএনপি নেতাকে অস্ত্রের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতিকে মুখোশধারী দুর্বৃত্তরা রাস্তায় আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার আশুতিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বিএনপি নেতা মো: কামরুল হাসান বাদল লিখিত বক্তব্যে জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়ি উপজেলার গলাচিপা থেকে কিশোরগঞ্জের বাসায় যাওয়া পথে হোসেনপুর-কিশোরগঞ্জ ফিডার রোডের রামপুর বাজার থেকে চরপুমদী বাজারের মাঝামাঝি স্থানে ৬-৭ জন দুর্বৃত্ত রাস্তায় দড়ি দিয়ে তার মোটরসাইকেল আটকিয়ে চোখ-মুখ বেঁধে পাশের নরসুন্দা নদের তীরে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

পাশাপাশি আসন্ন শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতেও নিষেধ করেন। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হয়ে হোসেপুর থানায় লিখিত আভিযোগ দায়ের করেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুল হাসান বাদল আরো জানান, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়েও তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই প্রতিপক্ষের লোকজন এমন চক্রান্তে মেতে উঠেছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্তপূর্বক কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল