২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ঘোড়াশালে প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রেমিকের মৃত্যু

ঘোড়াশালে প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রেমিকের মৃত্যু - ফাইল ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালীগঞ্জে প্রাণ আরএফএল ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বিকেলে ওই দুই তরুণ-তরুণী ঘোড়াশাল রেলস্টেশনে ঘুরতে আসেন। সেখানে তাদের মধ্যে মনমালিন্য হওয়ায় একপর্যায়ে প্রেমিকা নিতু আত্মহত্যা করতে রেললাইনে গিয়ে দাঁড়ান। এ সময় পিছন থেকে ঢাকাগামী এগারোসিন্ধু নামক একটি ট্রেন আসতে দেখে প্রেমিক সাইফুল দৌড়ে তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হন তার প্রেমিকা নিতু। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ছাড়া আহত নিতুকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement