মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫
- জাবি সংবাদদাতা
- ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়ায় অবস্থানরত জাবি শিক্ষকর্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এক সপ্তাহ আগের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা চালানো হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়।
জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়, এ সময় মাইকে বলতে শুনা যায়, এলাকায় হামলা হচ্ছে, আপনারা যার যা আছে তা নিয়ে নিজেদের জীবন বাঁচাতে বের হন। এরপরই রাস্তার লাইট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত পাঁচজনকে জাবি মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়।
এদিকে হামলার পরিশোধ নিতে জড়ো হওয়ার চেষ্টা করছে বিভিন্ন এলাকায় অবস্থানরত জাবি শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে তিন গাড়ি পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, গেরুয়া এলাকার মেসে এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আটকা আছে। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয়। তাই আমাদের সহপাঠীদের উদ্ধারের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত রাখছি। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আমাদের কিছু করার নেই। পুলিশের প্রতি আহ্বান জানাই, তারা যেন স্থানীয়দের শান্ত রাখেন।
এদিকে শিক্ষার্থীরা আরো বলছে, গেরুয়ায় আনেক শিক্ষার্থী মেস নিয়ে থাকে, তারা আজ থেকে নিরাপত্তাহীনতায় ভুগবে। এজন্য তারা আজই হল খুলে দেয়ার দাবি জানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা