২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সিদ্ধিরগঞ্জে নাতিকে নিয়ে খেলা করতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নাতিকে নিয়ে খেলা করতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু - প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাতিকে নিয়ে খেলা করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে এলাহী বক্স সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ২নং গলির তার নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

মৃত এলাহী বক্স সরকার চাঁদপুর জেলার মতলব উত্তর থানার খন্দকার কান্দি এলাকার মৃত জলিল সরকারের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লায় বসবাস করে আসছেন। তিনি আদমজী জুট মিলের সাবেক সিবিএ সহ-সভাপতি ছিলেন।

নিহতের ছেলে অ্যাড. এমদাদ হোসেন সোহেল জানায়, দুপুরে আমার ছোট ভাইয়ের তিন বছরের ছেলেকে নিয়ে দ্বিতীয় তলার ছাদে খেলা করছিলেন বাবা। একপর্যায়ে বাবা ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আরো সংবাদ



premium cement