ফরিদপুরে লুট হওয়া মালামালসহ ১০ ডাকাত আটক
- ফরিদপুর সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:০২
ফরিদপুরে লুট হওয়া মালামালসহ ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রাম থেকে ভাঙ্গা উপজেলার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের হাবিব মুন্সি (৪৫), একই উপজেলার বাররা গ্রামের সুজন সরদার, একই গ্রামের মুসা বেপারী (৪৫), সালথার বলিভদ্রদি গ্রামের ওবায়দুর মাতুব্বর (২৬), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামের ইসলাম মোল্যা (৫২), একই উপজেলার পদ্মবিলা গ্রামের বেলায়েত শেখ (৪৫), গোপালগঞ্জ জেলা সদরের মাটলা গ্রামের ফরিদ খাঁ (৪৭), মুকসুদপুর উপজেলার চরবাহারা গ্রামের শহিদুল শেখ, ফেনীর দাগনভুঁঞা উপজেলার মেহেদিপুর গ্রামের বদিউল আলম (৫০) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার কেমতলী গ্রামের পলাশ কর (২৮) আটক করা হয়।
তিনি আরো জানান, এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ট্যাব, সাতটি মোবাইল ফোন, একটি সোনার চেইন, দুই জোড়া কানের দুল, একটি নাকফুল, ৪ ভরি ৮আনা পরিমাণের গলিত সোনা, নগদ ৫৪ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।
মো. জামাল পাশা বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ঢাকার রুপনগর ও পল্লবী এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্নস্থান হতে একে অপরের দেয়া তথ্যের ভিত্তিতে এসব ডাকাতদের আটক করা হয়। আটককৃতরা ভাঙ্গা থানার ছোট হামিরদী এবং বড় হামিরদী গ্রামের দুইটি ডাকাতি মামলার আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা