ঘিওরে চাঁদা আদায়ের সময় ভুয়া এসআই আটক
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২০, ১০:০৪, আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০, ১০:০৪
মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দোকানে পুলিশের এসআই পরিচয়ে চাঁদা উত্তোলনকালে এক ভুয়া এসআইকে আটক করেছে ঘিওর পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া ওই এসআইকে আটক করা হয়।
আটককৃত ভুয়া এসআই নামধারী ওই যুবক পাবনা জেলার বেড়া উপজেলার কৈলটলা গ্রামের মো. উজ্জল মিয়ার ছেলে মো. রানা মিয়া, যার ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন সবুজ মিয়া। আটকের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশের হাতে আটককৃত সবুজ নামের ওই যুবক পুলিশের এসআই পরিচয়ে দীর্ঘদিন যাবৎ ঘিওর বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারক মূলক কর্মকাণ্ড করে আসছেন।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আটককৃত পুলিশের নামধারী ওই প্রতারক দীর্ঘদিন যাবত ঘিওর বাসষ্ট্যান্ড এলাকায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে মোটা অংকের বাকি খেতেন। টাকা চাইলে বিভিন্ন মামলার ভয় দেখাতেন। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করাসহ নানা অপকর্ম করতেন তিনি। ওই প্রতারক এর বিরুদ্ধে ঘিওর থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর আবদুল সালাম মিয়া বাদি হয়ে একটি প্রতারণা মামলা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা