২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

গাজীপুরে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ

গাজীপুরে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ - ছবি : প্রতীকী


গাজীপুরের কাশিমপুরে এক গার্মেন্টসকর্মীকে (২৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে ধর্ষণের শিকার ওই তরুণী। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামিরা হলেন মানিক মাতব্বর (২০), আনোয়ার হোসেন আনু (৩৫) ও ইদ্রিস আলীকে (৪০)। আসামিদের মধ্যে আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জিএমপি’র কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবি এলাকার ভাড়া বাসায় থাকতেন ওই গার্মেন্টসকর্মী। তিনি স্থানীয় সুপ্রীম স্ট্রীট গার্মেন্টসে চাকরি করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুরে। প্রতিদিনের মতো কাজ শেষে শনিবার রাতে বাসায় ফেরার পথে তিনি বাজারে যাচ্ছিলেন।

তিনি আরো জানান, বাজারে যাওয়ার পথে জনতা হাউজিংয়ের চার নম্বর রোডে পৌঁছলে তিনজন তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা ওই গার্মেন্টসকর্মীর মুখ চেপে ধরে পাশের একটি ছাপড়া ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement