শিবালয়ে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৩
- শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২০, ১৬:২১
শিবালয় থানা পুলিশ শনিবার বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ বিষয়ে থানা মামলার পর রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন শিবালয় উপজেলার আলোকদিয়া চরের বাবুল শেখ (৫০), শহিদুল (৪০) ও মুল্লুক চাঁন (২০)।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরগঞ্জ বন্দরের পশ্চিমে যমুনা নদীর পাড় থেকে আটক ব্যক্তিদের হেফাজতে থাকা ৪৬ লিটার বাংলা মদ ও ২২ পিচ ইয়াবা জব্দ করা হয়।
উল্লেখ্য, যমুনা নদী ঘেরা শিবালয়ের দুর্গম আলোকদিয়া চরে চিহ্নিত জুলহাস ও বাবলু অবৈধ বাংলা মদের কারখানা গড়ে উৎপাদিত মদ বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করে আসছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা অবৈধ কারখানা উচ্ছেদসহ মাদক কারবারিদের গ্রেফতার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা