২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে সেফটিক ট্যাংকে শিশুর মৃত্যু

গাজীপুরে সেফটিক ট্যাংকে শিশুর মৃত্যু - প্রতীকী

গাজীপুরে বাবার পাশে খেলতে গিয়ে সেফটিক ট্যাংকের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ উত্তরপাড়া এলায়কায় এ ঘটনা ঘটে।

ওই শিশু রংপুরের পীরগঞ্জ থানার কান্দির হাট নিজপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

জিএমপি’র কাশিমপুর থানার এসআই কামরুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ উত্তরপাড়া এলাকার জয়নালের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন মোহাম্মদ মিয়া। তিনি এলাকায় রিকশাভ্যান চালান। সোমবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ মিয়া তার রিকশাভ্যান মেরামত করছিলেন।

এসময় পাশেই তার দুই বছরের শিশু সন্তান আশিক বাবু খেলাধুলা করছিল। খেলাধুলা করার সময় সে হেটে পাশের নুরুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকিতে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবু মারা যায়। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 


আরো সংবাদ



premium cement