২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন : রেলমন্ত্রী

বুধবার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পরিদর্শনে আসেন রেলমন্ত্রী - ছবি : নয়া দিগন্ত

আগামী ২৯ নভেম্বর টাঙ্গাইলে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।

বুধবার দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি। ২০২৫ সালের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোনো জটিলতা নেই।

মন্ত্রী আরো বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেলসেতু নির্মিত হবে। বর্তমানে সেতুর ওপর দিয়ে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মিত হলে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করতে পারবে।

এছাড়া ঢাকার সাথে উত্তর ও পশ্চিমবঙ্গের যাতায়াত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে বলে জানান তিনি।

এ সময় রেল সচিব মো: সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল