২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার

‘আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার - সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা হতে ‘আনসার আল ইসলাম’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোকসেদুল হক ওরফে মেহেদী হাসান (২১) ও মো. আতাহার আলি ওরফে রাসেল মিয়া (১৯)।

গ্রেফতারকৃতদের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গত ২৭ জুলাই র‌্যাব-৪ এর অভিযানে গ্রেফতার ‘আনসার আল-ইসলাম’ এর ৫ সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’র সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।

গ্রেফতারকৃত মোকসেদুল হক (২১) র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে পেশায় একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজের আড়ালে ৩ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’র সাথে জড়িত। গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মনাম ধারণ করে বারবার স্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রি ও রাজমিস্ত্রির জুগালি হিসেবে কাজ করে আসছিল। সে ‘সোনার বাংলা’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত মো. আতাহার আলি (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ২ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’র সাথে জড়িত। সে ‘অচিন পাখি’ ও ‘জিহাদি মন’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এছাড়া ‘রহস্য উন্মোচন’ নামে ফেইজবুক আইডি ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি করে আসছিল। তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: বাসস


আরো সংবাদ



premium cement
দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা

সকল