০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

‘আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার

‘আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার - সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা হতে ‘আনসার আল ইসলাম’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোকসেদুল হক ওরফে মেহেদী হাসান (২১) ও মো. আতাহার আলি ওরফে রাসেল মিয়া (১৯)।

গ্রেফতারকৃতদের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গত ২৭ জুলাই র‌্যাব-৪ এর অভিযানে গ্রেফতার ‘আনসার আল-ইসলাম’ এর ৫ সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’র সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।

গ্রেফতারকৃত মোকসেদুল হক (২১) র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে পেশায় একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজের আড়ালে ৩ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’র সাথে জড়িত। গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মনাম ধারণ করে বারবার স্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রি ও রাজমিস্ত্রির জুগালি হিসেবে কাজ করে আসছিল। সে ‘সোনার বাংলা’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত মো. আতাহার আলি (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ২ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’র সাথে জড়িত। সে ‘অচিন পাখি’ ও ‘জিহাদি মন’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এছাড়া ‘রহস্য উন্মোচন’ নামে ফেইজবুক আইডি ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি করে আসছিল। তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: বাসস


আরো সংবাদ



premium cement
বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায় নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুই দলকে দেখছেন পন্টিং-শাস্ত্রী জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

সকল